উখিয়ার নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাে. ইব্রাহিম (৩০) নামের এক মাদক কারবারি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৭টায় এই ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে ৮০ হাজার পিস ইয়াবা, একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ। নিহত ইব্রাহিম কুতুপালং লম্বাশিয়া রােহিঙ্গা ক্যাম্পের সৈয়দ আলমের ছেলে।
লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবার চালান প্রবেশ করতে পারে এমন খবর পেয়ে বিজিবির সদস্যরা ঘুমঘুমের বাইশারি এলাকায় অবস্থান নেন। এ সময় মিয়ানমার থেকে ৫-৬ জনের একটি দল বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবির সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। চ্যালেঞ্জের এক পর্যায়ে তারা বিজিবিকে লক্ষ্য করে গুড়ি ছোড়ে। এতে আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়।
পরে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় একজনকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এতে আরও একজন আহত হয়েছে বলে জানিয়েছে বিজিবি।