নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ১১

নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকায় ৩ তলা একটি আবাসিক ভবনে গ্যাস বিস্ফোরণে নারী ও শিশুসহ ১১ জন দগ্ধ হয়েছেন।

শুক্রবার ভোরে তল্লার জামাই বাজার এলাকার ওই ভবনে এ বিস্ফোরণ হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, বাড়িটির একটি ফ্লোরে রং-মিস্ত্রি হাবিব ও এক গার্মেন্টস শ্রমিকের পরিবার ভাড়া থাকতো। একটি পরিবারের লোকজন চুলা বন্ধ না করেই ঘুমিয়ে পড়ে। এতে চুলা থেকে গ্যাস বের হয়ে রান্নাঘরসহ অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে। ভোরে রান্নার জন্য আগুন জ্বালাতে গেলে বিস্ফোরণ ঘটে। এসময় নারী ও শিশুসহ দগ্ধ হয় ১১ জন।

দগ্ধ অবস্থায় সবাইকে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালে নেয়া হয়। পরে হাসপাতাল থেকে ২ নারী ও শিশুসহ ৭ জনকে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

দগ্ধ ব্যক্তিদের মধ্যে এক পরিবারের ৭ জন ও আরেক পরিবারের ৪ জন। এই দুই পরিবার ভবনের তৃতীয় তলার একই ফ্ল্যাটে ভাড়া থাকতেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img