চরম সমালোচনার মুখে পিছু হটতে হচ্ছে ইউরোপিয়ান সুপার লিগ কমিটিকে। এরই মধ্যে এই টুর্নামেন্ট থেকে নাম সরাতে শুরু করেছে বেশ কয়েকটি বড় ক্লাব। ম্যানচেস্টার সিটির পর ইপিএলের বাকি ক্লাবগুলোও নাম সরিয়ে নিয়েছে ইএসএল থেকে। নিজেদের নাম প্রত্যাহার করেছে অ্যাথলেটিকো মাদ্রিদও। একই পথে হাঁটতে যাচ্ছে বার্সেলোনাও।
গোটা ফুটবল দুনিয়া টালমাটাল। উয়েফা ফিফাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নতুন এক লিগের আবির্ভাব। ইউরোপিয়ান সুপার লিগ নাম ঘোষণার পর থেকে নড়েচড়ে বসেছে ফুটবল বিশ্ব। যেখানে শামিল ভক্তরা।
অর্থের প্রলোভনে ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লিগ, ইতালিয়ান লিগের শীর্ষ ক্লাবগুলো নাম লিখিয়ে ছিল ইএসএলে। এরপর থেকে সমালোচনা মুখর হয়ে উঠে ফুটবলপ্রেমীরা। অর্থের কাছে ফুটবল হারতে পারে না। এমন স্লোগানে ক্লাবগুলোর সামনে হাজির হয় সমর্থকরা।
ইংলিশ প্রিমিয়ার লিগের ৬ ক্লাব নাম লিখিয়ে ছিল প্রস্তাবিত ইউরোপিয়ান সুপার লিগে। ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, টটেনহ্যাম, আর্সেনাল, লিভারপুলের সমর্থকরা সবার আগে প্রতিবাদ করে এই সিদ্ধান্তের।
ব্রাইটনের বিপক্ষের ম্যাচের আগে করোনাকে উপেক্ষা করে স্ট্যামফোর্ড ব্রিজে জড়ো হন কয়েক হাজার সমর্থক। যার প্রেক্ষিতে সিদ্ধান্ত বাতিলের চিন্তা করে ব্লুরা। নাম প্রত্যাহার করে সমালোচিত এই লিগ থেকে।
তবে সবার আগে সিদ্ধান্তটি নিয়েছে ম্যানচেস্টার সিটি। মোটা অঙ্কের অর্থকে তোয়াক্কা করতে হলো সিটিজেনদের। কারণ দর্শক থেকে শুরু করে ক্লাব সংশ্লিষ্ট অনেকেই বিরোধিতা করে ক্লাবের এমন সিদ্ধান্তের।
নিজেদের নাম সরিয়ে নিয়েছে স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদও। নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের উদ্যোগতা হলেও, যুক্ত হওয়ার ২ দিনের মাথায় নিজেদের নাম সরিয়েছে অ্যাথলেটিকো।
ইউরোপিয়ান সুপার লিগে যোগ দেয়ার ব্যাপারটি স্থগিত রেখেছে বার্সেলোনা। সমালোচনার ২ দিন পর মুখ খুলেছে কাতালান কর্তৃপক্ষ। জোয়ান লাপোর্ত জানিয়েছেন ক্লাবের সদস্যদের ভোটাভুটির মাধ্যমে সিদ্ধান্ত নিবে বার্সা। তাছাড়া সমর্থকদের হৃদয় ভেঙে কোনো সিদ্ধান্ত নিতে চায় না তারা।
মূল উদ্যোক্তা রিয়াল মাদ্রিদ এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি। বাকি ক্লাবগুলোও ভাবছে লিগে অংশ না নেয়ার ব্যাপারে।
ম্যানচেস্টার ইউনাইটেডও সরে আসতে পারে ইএসএল থেকে। জরুরি সভা করতে যাচ্ছে ক্লাব কর্তারা। এরই মধ্যে ক্লাবটির সভাপতি উডওয়ার্ড পদত্যাগ করেছেন। এই বছরের শেষ দিকে দায়িত্ব ছাড়বেন। সবশেষ ১২ ক্লাবের সভা শেষে প্রিমিয়ার লিগের ৬ ক্লাব নাম প্রত্যাহার করে নিয়েছে ইএসএল থেকে।
এন-কে