গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ-বিক্ষোভ

গাজীপুরের চন্দ্রাতে বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও সাধারণ মানুষ।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হারডি কারখানার শ্রমিকরা এ অবরোধ তৈরি করে বিক্ষোভ করেন। এতে উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত চন্দ্রায় চন্দ্রা-নবীনগর, ঢাকা-টাঙ্গাইল ও জয়দেবপুর-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট তৈরি হওয়ায় দুর্ভোগে পড়েছেন এই মহাসড়কে চলাচলকারী যাত্রীরা।

শ্রমিকরা জানায়, হারডি অ্যাসোসিয়েট কারখানার শ্রমিকদের বেতন না দিয়ে মালিকপক্ষ উধাও। দুই মাসের বেতন বকেয়া থাকায় বাধ্য হয়ে সড়ক অবরোধ করেছে। মালিকপক্ষ না আসা পর্যন্ত অবরোধ চালিয়ে নেয়ার ঘোষণা তারা।

এ বিষয়ে নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইস উদ্দিন বলেন, বৃহস্পতিবার সকালে দুই মাসের বেতনের দাবিতে চন্দ্রায় হারডি কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছে। এতে দীর্ঘ যানজটের তৈরি হওয়ায় আমরা গাড়িগুলোকে ডাইভারসন দেওয়ার পরিকল্পনা চলছে। শ্রমিকদের সঙ্গে আলোচনা করে মহাসড়ক থেকে তাদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছি।

প্রসঙ্গত, একই দাবিতে গত সোমবার ও মঙ্গলবার বিক্ষোভ করেছেন শ্রমিকরা। গতকাল বুধবার (২৫ ডিসেম্বর) বড়দিন উপলক্ষে কারখানা বন্ধ ছিল। আজ বৃহস্পতিবার কারখানা খুললে একই দাবিতে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

এমজে/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img