রাজধানীতে জ্বর-সর্দি-ডায়রিয়ার তাণ্ডব, শত শত শিশু হাসপাতালে

জ্বর, সর্দি, ডায়রিয়া নিয়ে প্রতিদিন ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে শত শত শিশু।  রাজধানী এবং ঢাকার বাইরে থেকে আসা রোগীর চাপে রাজধানীর হাসপাতালগুলোতে হিমশিম অবস্থা চিকিৎসকদের।  শিশু হাসপাতালের অবস্থা সবচেয়ে করুন।  শিশু হাসপাতালের পরিচালক জানান, বহির্বিভাগে আসা রোগীর ৪০ শতাংশই ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত।  রোগীর চাপ বাড়ায় নেয়া যাচ্ছে না নতুন ভর্তি।

তিল ধরানোর যেনও ঠাঁই নেই ঢাকা শিশু হাসপাতালে।  অসুস্থ সন্তানকে নিয়ে জরুরি বিভাগের সামনে স্বজনদের অধীর অপেক্ষা।

অন্য যেকোনো দিনের তুলনায় মঙ্গলবার (৫ অক্টোবর) শিশু রোগীর সংখ্যা ছিল চোখে পড়ার মতো।  এরমধ্যে বেশিরভাগই জ্বর, ঠান্ডা ও নিউমোনিয়ায় আক্রান্ত।  রয়েছে ডেঙ্গু আক্রান্ত শিশুও। 

শিশু হাসপাতালের পরিচালক বলছেন, ডেঙ্গুর প্রকোপ কিছুটা কমলেও আশঙ্কাজনক হারে বাড়ছে সিজনাল জ্বর, সর্দি, ঠান্ডা।

শুধু ঢাকা শহরই নয়, দেশের বিভিন্ন জেলা থেকেও শিশু রোগীকে নিয়ে হাসপাতালে আসছেন অভিভাবকরা।  হাসপাতালে অপেক্ষা করতে হয় ঘণ্টার পর ঘণ্টা।  অনেক রোগীকে ভর্তি দিলেও আসন সংকটে ভর্তি না করিয়েই ফিরে যেতে হচ্ছে।  রয়েছে নানা হয়রানির অভিযোগও।

ঢাকা শিশু হাসপাতালের পরিচালক জানান, শয্যার তুলনায় রোগীর চাপ অনেক বেশি। আমরা রোগীকে ভর্তি দিলেও সিট না থাকায় অনেকে চলে যাচ্ছে।

রোগীদের ভোগান্তি কমাতে পদক্ষেপ নিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img