চট্টগ্রামে ছিনতাইকারী ধরতে গিয়ে পরিত্যক্ত অবস্থায় দু’টি বিদেশি রিভলবার ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে উদ্ধার করা হয় ১৬টি বুলেট। পরে জানা যায়- এসব অস্ত্র ও বুলেট থানা থেকে লুট হয়েছিল। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে প্রায় এক ঘণ্টা অভিযান চালিয়ে নগরের পাহাড়তলী থানার কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি এলাকা থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মূলত ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছিল। অভিযানে গিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ জানান, কাস্টমস একাডেমির পাশে ঝোপঝাড় এলাকায় অপরাধীদের নিয়মিত যাতায়াত। স্থানীয় লোকজন ওই এলাকায় অভিযান চালানোর অনুরোধ জানান। বিকেলে সেখানে অভিযান চালাতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। কিন্তু পরিত্যক্ত অবস্থায় দু’টি রিভলবার ও ১৬ রাউন্ড বুলেট উদ্ধার করা হয়েছে। অস্ত্রগুলোর গায়ে ‘মেইড ইন জার্মানি’ লেখা। অস্ত্রগুলো থানা থেকে খোয়া যাওয়া নাকি সন্ত্রাসীদের তা শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
এমজে/