সড়কে প্রাণ আর কত ?

গত ৭ মে নগরীর চান্দগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ইমন দাশের ঘাতক বাস চালককে গ্রেফতার সহ নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করেছে ইমনের সহপাঠি ও পরিবার।

আজ ১৭ মে, সোমবার সকাল ১০ টায় নগরীর জামালখানে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ‘সড়কে প্রাণ আর কত’ শিরোনামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ঘাতক বাসচালককে দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়ে নিহতের ভাই লিমন দাশ বলেন, সড়কে আর কত প্রাণ গেলে আর কত মা-বাবার বুক খালি হলে প্রশাসনের টনক নড়বে। ইমনের পরিবার-পরিজনদের পক্ষ থেকে প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, ঘাতক বাস চালককে দ্রুত গ্রেফতারের মাধ্যমে শাস্তির আওতায় আনা হোক। আরাকান সড়কসহ নগরীর যেসব সড়কের বেহাল দশা সেসব রাস্তার মেরামত কাজ দ্রুত শেষ করা হোক।

মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে ২১ নং জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন বলেন, আমরা এরকম আর কোনো ইমনকে হারাতে চাই না। ফিটনেসবিহীন গাড়ি নিষিদ্ধসহ সব ধরনের ট্রাফিক আইনের যথাযথ প্রায়োগিক বাস্তবায়নের মাধ্যমে সড়ক দুর্ঘটনাগুলো সহনীয় মাত্রায় আনার জোর দাবি জানাচ্ছি।

এসময় ৩২ নং আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর জওহর লাল হাজারী বলেন, আমরা জনপ্রতিনিধিরা প্রশাসনের সাথে আলোচনার মাধ্যমে দ্রুত ঝুঁকিপুর্ণ সড়কগুলো মেরামতের পদক্ষেপ গ্রহণ করবো।

মনোজকুমার দেব এর সঞ্চালনায় মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, চট্টগ্রাম প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলিউর রহমান, বাংলাদেশ বৈদিক পরিষদের সাধারণ সম্পাদক রাজিব দে, নিহত ইমনের পরিবার-পরিজন সহপাঠী অন্তু ধর, অর্পিতা দাশ, বিজয় সেনগুপ্ত, শহিদ সহ আরো অনেকে।

এন-কে

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img