জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে যাবে ভারত

চলতি বছর জুলাইয়ে সীমিত ওভারের সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাবে ভারত। সফরে স্বাগতিকদের বিপক্ষে আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামের অংশ হিসেবে তিনটি ওয়ানডে এবং পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে সফরকারীরা। তবে ওই সিরিজের দলে অনেকটা দ্বিতীয় সারির দল নিয়ে যাওয়ার আভাস দিলেন বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলী।

আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী সিরিজ নিয়ে সৌরভ বলেন, ‘সিনিয়র দলের জন্য জুলাইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে একটা সীমিত ওভারের সিরিজের পরিকল্পনা করেছি আমরা। সফরে টি-টোয়েন্টি এবং একদিনের সিরিজ খেলা হবে।’

এরপর দল নিয়ে প্রশ্ন করা হলে সৌরভ বলেন, ‘সাদা বলের ক্রিকেটারেরা শ্রীলঙ্কায় যাবে। পুরো আলাদা দল গঠন করা হবে।’

আসন্ন ইংল্যান্ড সফরের জন্য এরই মধ্যে দল ঘোষণা করেছে বিসিসিআই। আইপিএলে দুর্দান্ত করে ইংল্যান্ড সফরের দলে ফিরেছেন রবীন্দ্র জাদেজা। এ ছাড়া চোট কাটিয়ে দলে ফিরেছেন মোহাম্মদ শামি। ফিরেছেন হনুমা বিহারিও।

ইংল্যান্ড সফরের দলে রাখা হয়নি লোকেশ রাহুল ও ঋদ্ধিমান সাহাকে। কারণ আইপিএল খেলার সময় রাহুল অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। অন্যদিকে করোনায় আক্রান্ত হয়েছেন ঋদ্ধিমান। তাই দুজনকেই ১৭ জনের দলে রাখা হয়নি। পুরোপুরি সুস্থ হলে দুজন ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দেবেন।

সফরে আরও চার জন ক্রিকেটারকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে। তাঁরা হলেন অভিমন্যু ঈশ্বরন, প্রসিদ্ধ কৃষ্ণা, আবেশ খান ও অর্জন নাগওয়াসওয়ালা।

প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের এক নম্বরে থেকে ভারত ফাইনালে ওঠে। অপর ফাইনালিস্ট নিউজিল্যান্ড লিগ টেবিলের দ্বিতীয় স্থানে জায়গা করে নেয়। আগামী ১৮ থেকে ২২ জুন অনুষ্ঠিত হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।

এন-কে

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img