মানিকগঞ্জ সদর উপজেলায় ভগ্নিপতিকে গলা কেটে হত্যার অভিযোগে মো. সোহেল ওরফে নুরুন নবী (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার কৈতরা এলাকায় এ ঘটনা ঘটে।সোহেল নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রাজনগর গ্রামের মৃত আলতু মিয়ার ছেলে। হত্যার শিকার রুবেল মিয়া (২২) কিশোরগঞ্জের ইটনা উপজেলার তারাশ্বর গ্রামের রেনু মিয়ার ছেলে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউফ সরকার জানান, রুবেল মিয়া সদর উপজেলার কৈতরা মামুন হ্যাচারিতে শ্রমিক হিসেবে কাজ করতেন। তিনি হ্যাচারিতেই থাকতেন। গত ১৬ সেপ্টেম্বর তার কাছে বেড়াতে আসেন শ্যালক সোহেল। রাতে রুবেলকে হ্যাচারি থেকে ইট চুরি করতে দেখে নিষেধ করেন। এ সময় দুই জনের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে হ্যাচারিতে থাকা দা দিয়ে রুবেলকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেন সোহেল।
ওসি আরও জানান, অভিযুক্ত সোহেলকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ইউআর/