আনোয়ারায় মায়ের কাছে নিজের আবদার করা জামাটি না পেয়ে সায়মা আকতার (১৫) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে।
সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার বটতলী ইউনিয়নের চাঁপাতলী গ্রামে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে। মৃত ওই কিশোরী স্থানীয় চাঁপাতলী গ্রামের আইয়ুব আলীর মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত সায়মার মা রাবেয়া খাতুন পাড়া-মহল্লায় ফেরি করে নতুন কাপড় বিক্রি করেন। তারমধ্যে একটি জামা-কাপড় সায়মার পছন্দ হলে এবারের ঈদের জন্য মায়ের কাছে জামাটি দেওয়ার আবদার করে ওই কিশোরী। কিন্তু মেয়ের পছন্দের জামাটি দিতে তার মা নারাজ হওয়ায় সোমবার বিকেলে কিশোরী সায়মা নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, ঈদের জামা না পেয়ে অভিমান করে সায়মা নামের এক কিশোরীর আত্মহত্যার বিষয়টি পুলিশ নিশ্চিত হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে।