এবার করোনায় আক্রান্ত রুবিনা

বলিউড সুপারস্টার সালমান খান সঞ্চালিত ভারতের জনপ্রিয় ও বিতর্কিত টিভি রিয়েলিটি শো বিগ বসের ১৪তম মৌসুমের বিজয়ী রুবিনা দিলেক করোনায় আক্রান্ত হয়েছেন। সামাজিক পাতায় এ খবর নিশ্চিত করেছেন রুবিনা নিজেই।

নভেল করোনাভাইরাসে নাকাল পুরো ভারত। একের পর এক সেলিব্রেটিদের কোভিডে আক্রান্ত হওয়ার খবর আসছে। কিছুদিন আগে করোনায় আক্রান্ত হওয়ার খবর জানান ভারতের জনপ্রিয় টিভি তারকা হিনা খান। এবার টিভি অভিনেত্রী রুবিনার নাম সেই তালিকায় যোগ হলো।

ইনস্টাগ্রামে করোনায় আক্রান্ত হওয়ার খবর ভাগ করে রুবিনা জানিয়েছেন, তিনি এখন গৃহে নিভৃতবাসে রয়েছেন এবং অনুরোধ জানিয়েছেন, যাঁরা সম্প্রতি তাঁর সংস্পর্শে এসেছিলেন, তাঁরাও যেন কোভিড পরীক্ষা করান।

ভারতের জনপ্রিয় ও বিতর্কিত টিভি রিয়েলিটি শো বিগ বসের সবশেষ মৌসুমে নিক্কি তামবলি, আলি গনি ও রাখি সায়ন্তকে হারিয়ে রুবিনা ট্রফি ঘরে তোলেন।

বৈশ্বিক করোনা পরিস্থিতিতে ভারত বর্তমানে খুবই নাজুক অবস্থানে। রাজধানী দিল্লির করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। মহারাষ্ট্রে করোনা পরিস্থিতি তো আরও ভয়াবহ। সম্প্রতি পূজা হেজ, হিনা খান, অর্জুন রামপাল, সোনু সুদ, পবন কল্যাণ, পরেশ রাওয়াল, রণবীর কাপুর, আলিয়া ভাট, ভূমি পেড়নেকার, ভিকি কুশল, কার্তিক আরিয়ান, আমির খান, মিলিন্দ সোমান, গোবিন্দের মতো তারকারা কোভিড-১৯-এ আক্রান্ত হন। অবশ্য পরে এঁদের অনেকেই করোনামুক্ত হয়েছেন।

এন-কে

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img