দেশে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১১৯ জনের মৃত্যু, শনাক্ত ৫২৬৮

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় ১১৯ জনের মৃত্যু হয়েছে। দেশে করোনাভাইরাস চিহ্নিত হওয়ার পর এ পর্যন্ত এ ভাইরাসে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৪ হাজার ১৭২। একই সময়ে দেশে নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন ৫ হাজার ২৬৮ জন। ফলে করোনায় দেশে শনাক্তের সংখ্যা হলো ৮ লাখ ৮৮ হাজার ৪০৬ জন।

রোববার (২৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

শনিবার (২৬ জুন) করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছিল ৭৭ জনের এবং আক্রান্ত হয়েছিল ৪ হাজার ৩৩৪ জন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img