বান্দরবানের বিভিন্ন ওয়ার্ড়ে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

বান্দরবানে কোভিড ১৯ মোকাবেলায় সাধারন মানুষের অনেকেই কর্মহীন হয়ে পড়েছে। এ সকল কর্মহীন মানুষের অসুবিধার কথা বিবেচনা করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় এর অধিনে বিগত সময়েও কর্মহীন অসহায় জনসাধারণের মাঝে ত্রাণ ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।

দেশের করোনা পরিস্থিতি বিবেচনা করে সরকার আগামী ২৮ শে জুন সোমবার হতে সারাদেশ ব্যাপি ৭ দিনের কঠোর লকডাউনের সিদ্ধান্ত গ্রহন করেছেন।সরকারী এই সিদ্ধান্তে সাধারণ নিম্ন আয়ের জনসাধারণের যাতে দুর্ভোগ পোহাতে না হয় সেই দিকে বিশেষ দৃষ্টি রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরই ধারাবাহিকতায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনায়ের অধিনে বান্দরবান জেলায় বরাদ্দকৃত প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বসবাসকারী সাধারণ মানুষের কাছে বিতরণের ব্যাবস্থা গ্রহন করেছেন পার্বত্য জেলা পরিষদ। পৌর এলাকায় বসবাসকারী সাধারন মানুষের কাছে প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ ১০কেজি করে চাল প্রদান করা হয়। উপহার সামগ্রী বিতরণে মানা হয় সাস্থ্যবিধি।

প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনায় ছিলেন জনাব মোজাম্মেল হক বাহাদুর সম্মানীত সদশ্য পার্বত্য জেলা পরিষদ, বান্দরবান, মেয়র বান্দরবান পৌরসভা, মোহাম্মদ ইসলাম বেবী, সৌরভ দাশ শেখর, প্যানেল মেয়র ও কাউন্সিলর ৬ নং ওয়ার্ড়, তিংতিং মে, সদশ্য পার্বত্য জেলা পরিষদ, এমেচিং মারমা মহলিা কাউন্সিলর ৪, ৫, ৬ নং ওয়ার্ড়, অজিত কান্তি দাশ, কাউন্সিলর ৩ নং ওয়ার্ড়, মংমংসিং, কাউন্সিলর ৫ নং ওয়ার্ড়, মোঃ সেলিম, কাউন্সিলর ৯নং ওয়ার্ড় বান্দরবান পৌরসভা, সহ আরো অনেকেই।

এ সময় মোজাম্মেল হক বাহাদুর, সদশ্য জেলা পরিষদ বলেন মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিকতা ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুরের প্রচেস্টার ফলে আমরা আপনাদের পাশে থেকে সহায়তা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি।

পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী বলেন, আমরা সবসময় আপনাদের পাশে আছি এবং যেকোন দুঃসময়ে আমরা আমাদের সাধ্যমত সাহায্য সহায়তা প্রদাণের ব্যাবস্থা গ্রহন করবো। পার্বত্য মন্ত্রী বলেছেন আপদকালীন সময় মোকাবেলায় সরকারী সহায়তা যথেস্ট পরিমান মজুদ আছে এবং তা প্রয়োজনের সময় সাধারণ মানুষের মাঝে বিতরণের ব্যাবস্থা গ্রহন করা হবে।

উপহার সামগ্রী বিতরণের সময় জন প্রতিনিধি গণ জনসাধারণের প্রতি অনুরোধ করেন তারা যেন কোভিড-১৯ মোকাবেলায় সরকার কতৃক প্রণীত স্বাস্থ্য বিধি পালনে আন্তরিক হোন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img