রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জনপ্রশাসন সচিব

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।

রবিবার (২৭ জুন) সকালে কক্সবাজার সফরের অংশ হিসেবে উখিয়ার ৩নং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান তিনি।

এর আগে, উখিয়া পৌঁছালে উপজেলা পরিষদ ফটকে ফুল দিয়ে তাঁকে স্বাগত জানান উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ।

৩নং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছে তিনি ক্যাম্প-ইনচার্জ কার্যালয়ে দায়িত্বরত কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে মিলিত হন।

সেখানে সংক্ষিপ্ত আলোচনায় তিনি ক্যাম্প ব্যবস্থাপনা, করোনাকালীন ব্যবস্থা সহ প্রশাসনিক বিষয়াদির খোঁজ খবর নেন।

এসময়, জেলা প্রশাসন, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শুক্রবার সকালে কক্সবাজার সফরে আসেন প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তা, রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে রবিবার বিকেলে বিমান যোগে ঢাকা যাত্রা করেন তিনি।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img