সীতাকুণ্ডে মাছ শিকারে গিয়ে লেকে ডুবে এক ব্যক্তির মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) লেকে মাছ শিকারে গিয়ে লেকের পানিতে ডুবে আবুল কাশেম (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার সকাল ৬টায় একজন বেসরকারি ব্যক্তি আবুল কাশেমসহ তিন ব্যক্তি উপজেলার ভাটিয়ারির বিএমএ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে টিকেট কেটে সানসেট পয়েন্টে বড়শি নিয়ে মাছ শিকারে যান। সকাল পৌনে ১০টায় আবুল কাশেমের বড়শিটি মাছের টানে ২৫ ফিট দূরে চলে যায়। পরে তিনি বড়শি উদ্ধারের জন্য লেকে নামেন। কিন্তু সেখানে তিনি তলিয়ে যান। এসময় তার সাথে থাকা (মো. রবিউল আলম, মো. মনিরুল আলম, মো. ফিরোজ) ব্যক্তিরা মোবাইল ফোনে বিএমএ কর্তৃপক্ষকে এ ঘটনা অবগত করেন। পরে বিএমএ কর্তৃপক্ষ সীতাকুণ্ড থানায় বিষয়টি জানালে পুলিশসহ ডুবুরিরা এসে দেড় ঘণ্টার চেষ্টায় সাড়ে ১১ টার দিকে পানি থেকে তার লাশ উদ্ধার করেন।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img