ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্র, ৭ সেপ্টেম্বর, ২০২৪:
বোয়িং এর মহাকাশযান স্টারলাইনার শুক্রবার মার্কিন মহাকাশচারীদের কোন ক্রু ছাড়াই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন (আইএসএস) থেকে নিরাপদে সরে গেছে। গত জুনে উৎক্ষেপণের পর ক্যাপসুলে সনাক্ত প্রযুক্তিগত ত্রুটির মধ্যেই এলো এই সাফল্য ।
নাসা প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায় যে- মহাকাশযানটি স্টেশন থেকে অনডক করছে, এর থ্রাস্টারগুলো ফায়ার করছে এবং মহাকাশে ভাসছে।
মহাকাশ গবেষণা সংস্থা NASA এর মতে, ক্যাপসুলটি সন্ধ্যা ৬ টায় আইএসএস থেকে পৃথক হয়েছে। এবং নিউ মেক্সিকো মরুভূমিতে হোয়াইট স্যান্ডস স্পেস হারবার ল্যান্ডিং জোনে অবতরণের আগে ছয় ঘন্টা ভ্রমণের জন্য একে সেট করা হয়েছে।
গত ৫ জুন স্টারলাইনারের উড্ডয়নের সময়, বোয়িং একাধিক প্রযুক্তিগত সমস্যা আবিষ্কার করে, যার মধ্যে থ্রাস্টারের ত্রুটি এবং হিলিয়াম লিক অন্যতম। এসব ত্রুটি মহাকাশযানের প্রপালশন সিস্টেমকে প্রভাবিত করে।
গত মাসে, নাসা ঘোষণা করেছে যে মহাকাশযানটি বোর্ডে ক্রু ছাড়াই ফিরে আসবে, মহাকাশচারী বুচ উইলমোর এবং সুনি উইলিয়ামস ফেব্রুয়ারি পর্যন্ত মহাকাশে থাকবেন।