যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভূমিধসের ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞ

ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ৭ সেপ্টেম্বর ২০২৪:বড় ধরণের ভূমিধসের ফলে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলীয় শহর র‌্যাঞ্চো প্যালোস ভার্দেসে শত শত বাসিন্দা বিদ্যুৎবিহীন অবস্থায় সংকটে পড়েছেন।

শুক্রবার ধারণ করা ভিডিও ফুটেজে ভাঙ্গা রাস্তা দেখা যায়, নাইলন টারপ দিয়ে আটকানো এবং টুকরো টুকরো টিনের দেয়াল দিয়ে ঘেরা। জরুরী পুনর্গঠনের প্রচেষ্টা শুরু করার জন্য সেখানে নির্মাণ যান মোতায়েন করা হয়েছে।

সমুদ্রতীরবর্তী অট্টালিকাগুলো ক্ষতির সম্মুখীন হয়েছে, ভূমিধসের কিছু অংশ অনিশ্চিতভাবে পাহাড়ের উপরে ঝুলে আছে, যা এলাকায় আরও ধ্বংসের চলমান ঝুঁকি তৈরি করেছে।

দুর্যোগের প্রতিক্রিয়ায়, ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম মঙ্গলবার রাঞ্চো পালোস ভার্দেসে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। গ্যাসের ঘাটতি এবং দীর্ঘায়িত বিদ্যুৎ বিভ্রাটের সম্মুখীন হওয়া ৩০০ ক্ষতিগ্রস্ত আবাসনের জন্য সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

চলমান ভূমিধসের হুমকির সময় সতর্কতা হিসেবে কর্তৃপক্ষ স্থানীয়দের নিজ নিজ বাড়িঘর খালি করার আহ্বান জানিয়েছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img