এসো প্রিয়তমা আমার গৃহে

এস.এম. মাঈন উদ্দীন রুবেল

ওহে আমার প্রিয়তমা
আঁখিতে আমার তন্দ্রা আসে না
বক্ষ ভরা ভালোবাসা
পূরন কর মোর আশা।

তোমার জন্য আমার প্রাণ উতলা
কিছুতে আমার মন বসে না
তুমি আমার প্রাণসখী, হৃদ পিঞ্জিরার পাখি
হৃদয়ে তোমার ছবি আজীবনের আঁকি।

যখন আমি ঘুমিয়ে থাকি
তোমায় শুধু স্বপ্ন দেখি
যখন আমি জেগে থাকি
কল্পনাতে তোমায় আঁকি।

আজীবনের জন্য তোমার বক্ষে ঠাই দিও
পুরো জীবনের জন্য আপন করে নিও
তোমার কোমল হস্তে আদর দিও
অবিরাম অন্তরের ভালোবাসা দিও।

ওহে আমার প্রিয়তমা, নহে শুধু আদর্শ নারী
আমার চোখে চাঁদের ন্যায় অপরূপ সুন্দরী
বাহ্যিক সৌন্দর্য যত না বেশি
মনের সৌন্দর্য তার চেয়ে বেশি।

তোমাকে নিয়ে বাঁধব সুখের ঘর
পত্মী হবে সব সুখ দুঃখের
প্রিয়তমা তুমি আর থেকো না দূরে
চলে এসো তুমি আমার গৃহে।

ধর্মের উপাসনা থাকবে উভয়ের
দাম্পত্য জীবন হবে সুখের
সৃষ্টি কর্তার অশেষ কৃপায়
আলোকিত তনয়-তনয়া পাব উপহার।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img