মালয়েশিয়ায় শনিবার (১৯ নভেম্বর) শুরু হয়েছে দেশটির ১৫তম সাধারণ নির্বাচন। এবারের নির্বাচনে মোট নিবন্ধিত ভোটারের সংখ্যা দুই কোটি ১১ লাখ ৭৩ হাজার ৬৩৮ জন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
এবারের নির্বাচনকে মালয়েশিয়ার এ যাবৎকালের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন বলে মনে করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনে লড়াই হবে মূলত প্রভাবশালী তিন রাজনীতিকের মধ্যে। তারা হচ্ছেন সাবেক উপপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, সাবেক প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন ও বর্তমান প্রধানমন্ত্রী ইসমাঈল সাবরি ইয়াকুবের মধ্যে। তবে জনমত জরিপে প্রবীণ রাজনীতিক আনোয়ার ইব্রাহিম অপেক্ষাকৃত এগিয়ে রয়েছেন।
জনমত জরিপে অবশ্য কোনও দলের নিরঙ্কুশ সম্ভাবনার কথা বলা হয়নি। বরং তীব্র প্রতিদ্বন্দিতাপূর্ণ নির্বাচনের মাধ্যমে একটি ঝুলন্ত পার্লামেন্টের আভাস মিলেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কোনও দলই সরকার গঠনের মতো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হলেও পার্লামেন্টে সবচেয়ে বেশি আসন পেতে পারে আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বাধীন জোট।
আনোয়ারকে ঠেকাতে অবশ্য প্রধানমন্ত্রী সাবরি ইয়াকুব এবং সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের নেতৃত্বাধীন জোটের এক হওয়ার সম্ভাবনাও নাকচ করে দেওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে জোটগতভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যক আসন নিশ্চিত করতে পারে তারা।