বিশেষজ্ঞরা মনে করছেন, এমন বক্তব্য দেওয়ার পর ম্যানইউর সঙ্গে আর কোনো সম্পর্ক থাকছে না রোনাল্ডোর। এবং পর্তুগিজ মাহতারকার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেবে ম্যানইউ।
তবে বিশ্বকাপের কথা মাথায় রেখে রোনাল্ডোর এই স্পর্শকাতর ইস্যুতে ধীরেচলো নীতি নিতেই পারতেন ম্যানইউ কর্তৃপক্ষ, এমন দাবিও বিশেষজ্ঞদের।
এ দাবি অবশ্য কানে নেয়নি ম্যানইউ ক্লাব কর্তৃপক্ষ।
তাদের আইনি দল জানিয়েছে, ইতোমধ্যে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ শুরু করেছে তারা। রোনাল্ডোর ৯০ মিনিটের ওই সাক্ষাৎকারের ফুটেজ বিশ্লেষণ করতে যাচ্ছেন তারা।
প্রশ্ন হচ্ছে, বিশ্বকাপ শুরু হতে মাত্র আর একদিন বাকি। বিশ্বকাপ চলাকালীনই আদালতের ঝামেলায় পড়বেন রোনাল্ডো? বিষয়টি অবশ্যই নেতিবাচক প্রভাব ফেলতে তার মাঠের পারফরম্যান্সে।