রাশিয়ায় অ্যাপার্টমেন্ট ধসে ৯ জনের মৃত্যু

রাশিয়ায় আংশিকভাবে ধসে পড়া একটি পাঁচ তলা অ্যাপার্টমেন্ট ব্লকের ধ্বংসস্তূপ থেকে ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও একজন। তাকে খুঁজে বের করার চেষ্টা করছে উদ্ধারকারীরা। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ সাখালিনে এই ভবন ধস ও প্রাণহানির ঘটনা ঘটেছে। শনিবার অঞ্চলটির গভর্নর বিষয়টি নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

রুশ সংবাদমাধ্যমগুলো বলছে, গ্যাস বিস্ফোরণের কারণে এই ধসের ঘটনা ঘটেছে বলে প্রতীয়মান হচ্ছে।

জরুরি পরিষেবাগুলোর একটি সূত্রের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, একটি রান্নার চুলার সঙ্গে সংযুক্ত ২০ লিটারের একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে।

এ ঘটনায় এরইমধ্যে তদন্তে নেমেছে কর্তৃপক্ষ। তদন্ত কমিটির সদস্যরা জানিয়েছেন, তারা এই বিপর্যয়ের কারণ খুঁজে বের করার চেষ্টা করছেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img