বাংলাদেশের বিশ্বকাপ শুরু আগামীকাল সোমবার। হোবার্টের বেলেরিভ ওভালে টাইগারদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। ডাচদের বিপক্ষে মাঠের লড়াইয়ে নামার আগেই আফসোস বাংলাদেশ শিবিরে।
যে মাঠে বাংলাদেশ পরদিন খেলতে নামবে সেই মাঠে খেলার আগের দিন প্র্যাকটিস করাতো দূরে থাক, মাঠটিও দেখার সুযোগ পাননি সাকিবরা। তাই আফসোস টাইগারদের।
রোববার হোবার্টের কিংস্টন টুইন ওভালে অনুশীলন শেষে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান বলেন, বেলেরিভ ওভালে যদি একটু ফিল্ডিং করতে পারতাম বা অনুশীলন করতে পারতাম, অবশ্যই আমাদের জন্য ভালো হতো।
শনিবার বৃষ্টি হওয়াতেই সমস্যা হয়। বাংলাদেশ দলের হোবার্টে এসে পৌঁছার কথা ছিল শনিবার দুপুরের মধ্যে। কিন্তু সেখানে পৌঁছতে বিকাল হয়ে যায়।আইসিসির সূচি অনুযায়ী শনিবার রাতে ফ্লাডলাইট জ্বালিয়ে বাংলাদেশের অনুশীলন করার কথা ছিল কিংস্টন টুইন ওভালে।
রোববার হোবার্টের বেলেরিভ ওভালে শ্রীলংকা-আয়ারল্যান্ড ম্যাচ থাকায় ডাচদের বিপক্ষে মাঠে নামার আগে ওভালে বাংলাদেশ দলের প্রবেশাধিকার ছিল না।
ইউআর/