আট বছর ধরে লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার দায়ে সিলেট ইন ডেন্টাল ক্লিনিক অ্যান্ড সেন্ট্রাল ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে।
রোববার (২৯ মে) বিকেলে নগরের চিকিৎসকপাড়া খ্যাত স্টেডিয়াম মার্কেটে যৌথভাবে অভিযান চালায় সিলেট জেলা প্রশাসন, সিভিল সার্জন, সিটি করপোরেশন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সংশ্লিষ্টরা জানায়, কাগজপত্রহীন ও নিয়ম বহির্ভূতভাবে পরিচালিত বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক ও ফার্মেসির বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। এছাড়া অভিযানে নগরের দরগাহ গেট এলাকার একটি ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসি বন্ধ করা হয়।
এরমধ্যে আশশেফা মেডিক্যাল সার্ভিসেস ডায়াগনস্টিক সেন্টার ও আশশেফা ফার্মেসিকে সিলগালা করা হয়। এরমধ্যে ফার্মেসির ড্রাগ লাইসেন্স এবং ডায়াগনস্টিক সেন্টারের বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।
এদিকে বিশ্বনাথ উপজেলা সদরে দুটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ৩৫ হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ। অভিযানে বিশ্বনাথ উপজেলার মা মনি ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার এবং সন্ধানী ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
সংশ্লিষ্টরা জানান, এসব ডায়াগনস্টিক সেন্টারের গবেষণাগারে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ উপকরণ (রিএজেন্ট) পাওয়ায় জরিমানা করা হয়েছে। এছাড়া সিলগালাকৃত প্রতিষ্ঠান ‘সিলেট ইন-ডেন্টাল ক্লিনিক ও সেন্ট্রাল ডায়াগনস্টিক সেন্টার’ ২০১৪ সাল থেকেই লাইসেন্সবিহীন পরিচালিত হচ্ছিলো।
সিলেট নগরের স্টেডিয়াম মার্কেটের একাধিক সূত্রে জানা গেছে, মার্কেটে অভিযানের খবর পেয়ে অবৈধভাবে চলা অনেক ডায়াগনস্টিক সেন্টার, ফার্মেসি ও চিকিৎসক চেম্বার বন্ধ করে সটকে পড়েন।
ইউআর/