ঢাবির প্রাক্তন শিক্ষার্থীর আত্মহত্যা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের প্রাক্তন ছাত্র মেহেদী হাসান আত্মহত্যা করেছেন।

রোববার (২৯ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেন ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মেহেদী হাসান ২০১২-১৩ সেশনের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়।

আত্মহত্যার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন মেহেদীর বড় ভাইয়ের বন্ধু গাজীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোরাদ আলী।

তিনি বলেন, মেহেদী অফিস শেষে স্কয়ার হাসপাতালের পেছনে মেসে আত্মহত্যা করেন।

তার মা মারা যাওয়ার পর থেকে তিনি হতাশায় ছিলেন। ঘুমাতে পারতেন না।
এ কারণে তাকে একমাস আগে মোহাম্মদপুরে ভাইয়ের বাসায় নিয়ে যাওয়া হয়। কিন্তু আজকে কাউকে না জানিয়ে তিনি মেসে গিয়ে আত্মহত্যা করেন। পরে খোঁজাখুঁজির পর তার লাশ উদ্ধার করা হয়।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img