সুইডেন-ডেনমার্কের আকাশসীমায় গুপ্তচর বিমান

রাশিয়ার গোয়েন্দা বিমানের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ এনে দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে ডেনমার্ক ও সুইডেন। রাশিয়ার একটি গোয়েন্দা বিমানের বিরুদ্ধে দুই দেশের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সুইডেন ও ডেনমার্ক জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় ডেনিশ বাল্টিক দ্বীপ বোর্নহোমের পূর্ব আকাশসীমায় প্রবেশ করে রুশ বিমানটি। এরপরই সুইডেনে ঢুকে।

এ বিষয়ে ডেনিশ পররাষ্ট্রমন্ত্রী জেপ্পে কফোদ বলেন, গুপ্তচর বিমানের ঘটনায় রুশ রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। এ ঘটনাকে অগ্রহণযোগ্য উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।

একই ঘটনায় রাশিয়ার রাষ্ট্রদূতকে স্টকহোমে তলব করেছে সুইডেন। দেশটি বলছে, ইউক্রেনের সঙ্গে রাশিয়ার চলমান যুদ্ধের মধ্যেই আকাশসীমা লঙ্ঘনের ঘটনা অপেশাদার আচরণ।

বিবৃতিতে সুইডেনের প্রতিরক্ষা মন্ত্রণলায় বলছে, রাশিয়ান এন-৩০ প্রপেলার বিমান অনুপ্রবেশের বিষয়টি রেকর্ড করা হয়েছে।

সুইডেনে এমন সময় রাশিয়ার বিমান ঢুকে পড়ল যখন তারা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়ার পরিকল্পনা করছে।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img