শতাধিক রুশ রাজনীতিক ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞাঃ নিউ জিল্যান্ড

ইউক্রেনে সামরিক অভিযানের জেরে রাশিয়ার ১৭০ রাজনীতিকের পাশাপাশি ৬ প্রতিরক্ষা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নিউ জিল্যান্ড। এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান ইউক্রেনের বিরুদ্ধে কাজ করেছে বলে অভিযোগ আনা হয়েছে।

নিউ জিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী নানিয়া মাহুতা ঘোষণা করেছেন, এখন পর্যন্ত ৪০০ রুশ নেতা, ধনকুবের এবং তাদের পরিবারের সদ্যদের ওপর নিষেধাজ্ঞা আনা হয়েছে। এর আগেও রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার অভিযানের জেরে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তার দুই কন্যাসহ শীর্ষ পর্যায়ের অনেক কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পশ্চিমাদেশগুলো। এতে অনেকটা চাপে পড়েছে মস্কো। যুদ্ধ বন্ধে করণীয় নিয়ে পুতিনের সঙ্গে মুখোমুখি আলোচনায় বসার তাগিদ দিয়ে আসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img