মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে গাইবান্ধায় ঈদ উদযাপন

সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে গাইবান্ধার পলাশবাড়ীতে পবিত্র ঈদুল-ফিতর উদযাপিত হচ্ছে।

সোমবার (২ মে) সকাল ৯টায় পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্দা গ্রামের মধ্যপাড়ার নতুন জামে মসজিদ চত্বরে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।
ঈদের প্রধান জামাতে ইমামতি করেন মাওলানা আব্দুল মালেক।

ঈদের জামাতে বিভিন্ন এলাকা থেকে আসা কয়েকটি গ্রামের অর্ধশতাধিক মুসল্লি অংশ নেন।
নামাজ শেষে মুসল্লিরা যথা নিয়মে ঈদের আনন্দ ভাগাভাগি করে একে অপরকে জড়িয়ে ধরে কোলাকুলি করেন।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ৭ বছর ধরে রোজা ও ঈদ পালন করে আসছে বলে জানান তারা।

নামাজে আসা গোলাম মোস্তফা নামে এক মুসল্লি বলেন, বিশ্বের সকল মুসলিম ঐক্য হওয়ার আহ্বানে মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আমরা ঈদ উদযাপন করছি।

হাদিস মোতাবেক বিশ্বের যে কোনো স্থানে চাঁদ দেখা দিলে, সেই সংবাদটি যারা জানতে পারেন তবে সবাই একসঙ্গে ঈদ উদযাপন করতে হয় বলে দাবি ঈদ উদযাপনকারিদের।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img