দেশে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

সারা দেশে আশংকাজনক ভাবে বেড়ে চলছে ডেঙ্গু আক্রান্ত রেগীর সংখ্যা।  ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত আগস্ট মাসে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ৭ হাজার ৬৯৮ জন। যা ছিল এ বছরের রেকর্ড সংখ্যক রোগী।  সেপ্টেম্বর মাসে সেই সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৮৪১ জনে।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ১৯০ জন।  এর মধ্যে ঢাকায় ১৪৯ জন এবং ঢাকার বাইরে ৪১ জন।  তাছাড়া এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৬৭ জন, যার মধ্যে ২১ জনই চলতি মাসে মারা গেছেন।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৯৬০ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই আছে ৭৫৬ জন, আর বাকি ২০৪ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।  এই বছরের ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ১৮ হাজার ১৯৭ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ১৭ হাজার ১৭০ জন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img