চলতি মাসেই মেট্রোরেলের মূল লাইনের ভায়াডাক্টে পারফর্মেন্স টেস্ট শুরু হবে। আর তখনই দেশের প্রথম মেট্রোরেলের চলাচলের দৃশ্য দেখতে পাবেন রাজধানীবাসী।
এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।
এম এ এন ছিদ্দিক বলেন, ‘ভায়াডাক্টে মেট্রোরেল চলাচলের কোন সুনির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি। তবে আমরা বলেছি, আগস্ট মাসের মধ্যেই ভায়াডাক্টের ওপরে পারফর্মেন্স টেস্ট হবে। সেই টার্গেট নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘মেট্রোরেল ভায়াডাক্টের ওপরে উঠতে হলে অনেকগুলো বিষয় রয়েছে। পাশাপাশি অনেক কাজও রয়েছে। আমরা এখন সেই কাজগুলো পরীক্ষা করছি। এ ট্রায়াল রান খুব সতর্কতার সঙ্গে পরিচালনা করা হবে। চেক করা শেষ হলেই কবে ভায়াডাক্টের ওপর ট্রেন চলবে তার সুনির্দিষ্ট তারিখ আমরা ঘোষণা করবো।’
প্রথম ভায়াডাক্টে ট্রেন খুব ধীরে চলবে জানিয়ে তিনি বলেন, ‘প্রথম ভায়াডাক্টে ট্রেন খুব ধীরে চলবে, তারপর আস্তে আস্তে গতি উঠবে। এতে প্রতিদিন মানুষ দেখতে পাবে। ট্রেন যাচ্ছে এবং আসছে।’