আটলান্টিকে নৌকা ডুবে ৫২ জনের মৃত্যুর শঙ্কা

আটলান্টিক মহাসাগরে নৌকা ডুবে অন্তত ৫২ জন মারা যাওয়ার আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা ।

তারা জানায়, স্পেনের ক্যানারি দ্বীপের কাছে স্থানীয় সময় বৃহস্পতিবার( ১৯ আগস্ট) এ ঘটনা ঘটে।

স্পেনের মেরিটাইম রেসকিউ সার্ভিসের বরাতে আল জাজিরা জানায়, আফ্রিকা থেকে অভিবাসন প্রত্যাশী নৌকা থেকে ৩০ বছর বয়সী এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে।  এছাড়া ৫৩ জনকে বহনকারী ওই নৌকাই অন্যদের সবার মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
আল জাজিরা জানায়, একটি বাণিজ্যিক জাহাজ ক্যানারি দ্বীপের দক্ষিণে নৌকাটি ডুবতে দেখে স্পেনের ইমার্জেন্সি সার্ভিসকে সংবাদ দেয়।  নাম প্রকাশ না করার শর্তে একজন উদ্ধারকারী বলেন, ওই নারী ডুবন্ত নৌকার একটা অংশ ধরে ছিলেন। তার পাশেই মৃত এক পুরুষ ও এক নারীকে পাওয়া যায়।
উদ্ধার হওয়া ওই নারী জানান, পশ্চিম সাহারা উপকূল থেকে ছেড়ে আসা নৌকার বেশিরভাগ যাত্রী আইভরি কোস্টের ছিলেন।  নৌকাটি ডুবে যাওয়ার সময় আবহাওয়া খারাপ ছিল।
- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img