চট্টগ্রামে এসে পৌঁছেছে আরও দেড় লাখ ডোজ টিকা। এর মধ্যে রয়েছে সিনোফার্মের এক লাখ ২৩ হাজার ২০০ ডোজ এবং মডার্নার ৩০ হাজার ৬০০ ডোজ টিকা।
শনিবার (২১ আগস্ট) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই স্টোরে টিকা বহনকারী বিশেষ গাড়িটি পৌঁছায়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি। তিনি বলেন, আজ আরও এক লাখ ৫৩ হাজার ৮০০ ডোজ টিকা এসেছে। এর মধ্যে সিনোফার্মের এক লাখ ২৩ হাজার ২০০ ডোজ এবং মডার্নার ৩০ হাজার ৬০০ ডোজ টিকা রয়েছে। টিকাগুলো ইপিআই স্টোরে সংরক্ষণ করা হয়।
এর আগে, ১৪ আগস্ট চট্টগ্রামে মডার্না, সিনোফার্মের আরও তিন লাখ ৩৫ হাজার ২৮০ ডোজ টিকা এসেছিল। এছাড়াও চট্টগ্রামে তিন দফায় অ্যাস্ট্রাজেনেকার আট লাখ ৭০ হাজার ডোজ টিকা এসেছিল।
এর মধ্যে ৩১ জানুয়ারি প্রথম দফায় এসেছিল ৪ লাখ ৫৬ হাজার ডোজ। ৯ এপ্রিল দ্বিতীয় দফায় এসেছিল ৩ লাখ ৬ হাজার ডোজ। তৃতীয় দফায় ৬ আগস্ট আসে ১ লাখ ৮ হাজার ডোজ।
এছাড়া গত ১১ জুলাই ও ৬ আগস্ট দুই দফায় মডার্নার ১ লাখ ৪৩ হাজার ৪০০ ডোজ টিকা আসে। তিন ধাপে সিনোফার্মের আসে ৩ লাখ ৩২ হাজার ৮০০ ডোজ টিকা।