রাশিয়ায় ১৬ যাত্রী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত

রাশিয়ার পূর্বাঞ্চলে কামচাটকা উপদ্বীপে ১৬ যাত্রী নিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।  যাত্রীদের অধিকাংশই পর্যটক ছিলেন।  স্থানীয় সরকারের বরাতে দোহাভিত্তিক আল-জাজিরা জানিয়েছে, এখন পর্যন্ত সাত ব্যক্তির খোঁজ মিলছে না।

বৃহস্পতিবার (১২ আগস্ট) এক বিবৃতিতে বলা হয়েছে, এমআই-৯ হেলিকপ্টারটি ক্রোনটসকির প্রাকৃতিক অভয়ারণ্যের লেক কুরিলে যাচ্ছিল।  মার্কিন বার্তা সংস্থা এপি বলছে, লেক কুরিলের প্রায় ১০০ মিটার গভীরে তুলিয়ে গেছে হেলিকপ্টারটি।  ৭৭ বর্গ কিলোমিটার এলাকার লেক কুরিলের গভীরতা ৩১৬ মিটার।

প্রাথমিক তথ্য বলছে, হেলিকপ্টরটিতে তিন ক্রু সদস্য ও ১৩ যাত্রী ছিলেন।  ঘটনাস্থলে চল্লিশ উদ্ধারকারী ও ডুবুরিকে পাঠানো হয়েছে।  মস্কো থেকে ছয় হাজার কিলোমিটারেরও বেশি পূর্বে কামচাটকা উপদ্বীপ।

স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৯ জনকে উদ্ধার করা হয়েছে।  সূত্রের বরাতে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, এখন পর্যন্ত ৯ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।  কিন্তু বাকি সাতজনের ভাগ্য নিয়ে আগাম কিছু বলা যাচ্ছে না।

বিমান নিরাপত্তা লঙ্ঘনের দায়ে এ ঘটনা তদন্ত শুরু হয়েছে।  কর্মকর্তারা বলছেন, হেলিকপ্টারটি কুয়াশার মধ্যে চলে গিয়েছিল।  যে কারণে সঠিক পথ চিনতে পারেনি। যে এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে, সেখানে কেবল হেলিকপ্টারের মাধ্যমেই যাওয়া সম্ভব।  কিন্তু কুয়াশায় উদ্ধার চেষ্টা ব্যাহত হচ্ছে বলে দাবি করেন কর্মকর্তারা।

তবে পর্যটকেরা কোন দেশের নাগরিক সেই তথ্য পাওয়া সম্ভব হয়নি।  ৩৭ বছর আগে সোভিয়েত আমলে নির্মাণ করা হয়েছিল হেলিকপ্টারটি।  ভিটয়াজ-এয়ারো এটি পরিচালনা করতো। হেলিকপ্টারটির কাঠামো ভালো ছিল বলে দাবি করা হয়েছে।

সাধারণত রাশিয়ায়ই এ ধরনের হেলিকপ্টার ব্যবহার হয়ে আসছে।  তবে অন্যান্য দেশেও যাত্রী পরিবহনে দুই ইঞ্জিনের এ হেলিকপ্টারের ব্যবহার দেখা গেছে।  পেট্রোপাভলোভসক-কামচাটস্কি শহরের কাছের একটি আগ্নেয়গিরি থেকে পর্যটকদের বহন করে নিয়ে যাচ্ছিল ভিটয়াজ-এয়ারোর হেলিকপ্টারটি।

ভিটয়াজ-এয়ারোর অর্ধেক মালিক ধনকুবের ব্যবসায়ী ইগোর রাডকিন।  তিনি আঞ্চলিক আইন পরিষদেরও সদস্য।  চলতি সপ্তাহে এক ব্যক্তিকে গুলি করে হত্যার দায়ে বর্তমানে তিনি গৃহবন্দি রয়েছেন।  তিনি বলেন, ওই ব্যক্তিকে ভল্লুক মনে করে আমি তাকে গুলি করেছি।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img