লিওনেল মেসি, নেইমার জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে। একই দলে তিন জায়ান্টের মহামিলন। এই মুহূর্তে বিশ্বসেরা আক্রমণভাগ বলা যায় নিঃসন্দেহে। লিওনেল মেসি চুক্তিবদ্ধ হওয়ার পর চোখ বন্ধ করেই বলে দেওয়া যায় সেরা আক্রমণভাগ পিএসজির। শুধু আক্রমণভাগই নয় মিডফিল্ড, ডিফেন্স লাইন ও গোলকিপিং পজিশন মিলিয়ে বিশ্বসেরা দল এখন প্যারিসিয়ানদের।
যে কোনো দলের রক্ষণভাগের জন্যই আতঙ্কের নাম পিএসজি। তবে মেসি আসায় কি গুরুত্ব কমে যাবে এমবাপ্পের? এমন গুঞ্জন এখন চারপাশে। মেসি দলে ভেড়ায় তার গুরুত্ব কমে যাওয়ার আশঙ্কা থেকেই কি এমন ভাবনা?
পিএসজির সঙ্গে যদিও তার চুক্তির মেয়াদ শেষ হবে চলতি মৌসুম শেষ হলেই। তবে এই তারকা চলতি মৌসুমেই দল ছাড়তে পারেন বলে যে গুঞ্জন ছড়িয়েছে তা উড়িয়ে দিয়েছেন প্যারিস সেইন্ট জার্মেই’র স্বত্বাধিকারী।
তিনি বলেন, মেসি আসার পর পিএসজি ছাড়ার আর কোনো কারণ নেই এমবাপ্পের। তবে সে যদি চলেই যায়, তাহলে রোনালদোকে দলে ভেড়াতে চেষ্টা করবে পারসিয়ানরা। জানিয়েছেন পিএসজির স্বত্বাধিকারী।
এদিকে মেসি যেদিকেই যাচ্ছেন আলোচনাও যেন শুরু হচ্ছে সেখান থেকেই। পিএসজিতে মেসির উপস্থিতি নাকি আস্থার সংকটে ফেলবে কিলিয়ান এমবাপ্পেকে। তাই চুক্তির এক মৌসুম বাকি থাকতেই, পারসিয়ান শিবির ছাড়ার বায়না ধরেছেন এ ফরাসি। কিন্তু সে আলোচনার মুখে কুলুপ লাগিয়ে দিয়েছেন নাসেল আল খেলাইফি।
মেসিকে পাশে বসিয়েই এমবাপ্পেকে রেখে দেয়ার কথা জানিয়েছেন তিনি। তবে কোনো কারণে যদি সেটা সম্ভব না হয়, তাহলে নাকি ক্রিস্টিয়ানোকে ফ্রান্সে নিয়ে আসবেন এই ধনকুবের।
নাসের আল খেলাইফি আরও জানান, ’মেসি চলে আসার পর, আমাদের স্কোয়াড এখন বিশ্বসেরা। এই দল ছেড়ে এমবাপ্পের চলে যাওয়ার কোনো কারণ নেই। তবে যদি কোনো কারণে সে চলে যেতে চায়, আমরা সেটা নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেব। সেক্ষেত্রে আমার টার্গেট থাকবে রোনালদোকে নিয়ে আসা। আমি বিশ্বসেরাদের এক কাতারে নিয়ে আসতে চাই।’
এর আগে নেচে গেয়ে বরণ করে নেন মেসিকে। স্বপ্নের তারকাকে এক নজর দেখতে পেয়েই বুক ভরে ওঠে আনন্দে। করোনার ভয়কে জয় করে অনেকে আবার ছুটে যান স্বপ্নের তারকাকে একটু ছয়ে দেখার আশায়। চোখের সামনে প্রিয় তারকাকে দেখতে পেয়েও যেন বিশ্বাস করতে পারছিলেন না সমর্থকরা।