কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় দুজনের যাবজ্জীবন

কক্সবাজারে ১৫ হাজার ইয়াবা বড়ি পাচার মামলায় এক রোহিঙ্গাসহ দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে প্রত্যেককে আরও ১ বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

আজ রোববার (৩০ জুলাই) দুপুর ১২টার দিকে এই রায় দেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এর চতুর্থ আদালতের বিচারক মোশারফ হোসেন।

দণ্ডিত আসামিরা হলেন উখিয়ার ১১ ইস্ট রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের ব্লক-১৮-এর ছিদ্দিক ও খুরশিদা বেগমের ছেলে হাসান এবং কক্সবাজার পৌরসভার পেতা সওদাগর পাড়ার আবদুশ শুক্কুর ও জুলেখা বেগমের ছেলে সিরাজুল মোস্তফা।

বিষয়টি নিশ্চিত করেন একই রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শওকত বেলাল।

তিনি মামলার নথির বরাতে বলেন, ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় বাংলাদেশীসহ এক রোহিঙ্গাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে প্রত্যেককে আরও ১ বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এমজে/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img