খাগড়াছড়িতে কোটি টাকার ভারতীয় ফোন জব্দ

খাগড়াছড়ির রামগড় উপজেলার রামগড় ৪৩ বিজিবির অভিযানে বিভিন্ন রকমের ভারতীয় মোবাইল ফোন জব্দ করা হয়েছে। যার বাজারমূল্য এক কোটি টাকা।

আজ রোববার (৩০ জুলাই) দুপুর ২টায় রামগড় ৪৩ বিজিবি কাশিবাড়ী বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. মতিউর রহমানের নেতৃত্বে রামগড়ের খেদাছড়া এলাকা থেকে বিভিন্ন কোম্পানির ভারতীয় ৩২০টি মোবাইল ফোন জব্দ করে বিজিবি টহল দল।

বিজিবি জানায়, জব্দ করা সব ভারতীয় মোবাইল ফোন সীতাকুন্ড কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবু বকর সিদ্দিক সাইমুম বলেন, সীমান্তে যে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডকে বিজিবির পক্ষ থেকে ছাড় দেওয়া হবে না। চোরাচালান দমনে বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে।

এমজে/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img