ভোট পড়েছে ১০১৭২টি, আ.লীগ প্রার্থীই পেলেন সাড়ে ৮ হাজার

রাজশাহীর দুর্গাপুর পৌরসভার উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাজেদুর রহমান মিঠু নির্বাচিত হয়েছেন। আট হাজার ৫৪৯ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন তিনি।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জার্জিস হোসেন সোহেল পেয়েছেন তিন হাজার ৬৯৪ ভোট। এ ছাড়াও আরেক স্বতন্ত্র প্রার্থী মোশাররফ হোসেন পেয়েছেন ২৬২ ভোট ও জিয়াউল হক পেয়েছেন ১০৯ ভোট।

বুধবার (১৬ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ১১ কেন্দ্রে ভোট গ্রহণ চলে। নির্বাচনে মোট ভোটার ছিল ২১ হাজার ৮০৬ জন। ভোট পড়েছে ১০ হাজার ১৭২টি। রিটার্নিং কর্মকর্তা আবুল হোসেন সন্ধ্যায় উপজেলা পরিষদের মিনি হলরুমে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা, সহকারী রিটার্নিং কর্মকর্তা আসাদুজ্জামান ও ওসি নাজমুল হক।

এদিকে, সকাল থেকে ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন কেন্দ্রে বিএনপির নেতাকর্মীদের ভোট দিতে যাওয়ার পথে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনায় হৃদয় নামের ছাত্রলীগের এক কর্মীকে আটকও করে পুলিশ। পরে তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img