শ্বশুরবাড়িতে অগ্নিদগ্ধ যুবক, হত্যাচেষ্টার অভিযোগ

শ্বশুরবাড়ি থেকে স্ত্রীকে নিয়ে আসতে গিয়ে রায়হান হোসেন (২২) নামে এক যুবক অগ্নিদগ্ধ হয়েছেন। তাকে শ্বশুরবাড়ির লোকজন পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোরের বাঘারপাড়া উপজেলার মাথাভাঙ্গা জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। রায়হানের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে তাকে ঢাকায় রেফার করা হয়েছে।

অগ্নিদগ্ধ রায়হান যশোর সদর উপজেলার দাইতলা গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, রায়হানের চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে তাকে অগ্নিদগ্ধ অবস্থায় পাওয়া যায়।

রায়হানের বাবা আমজাদ হোসেন বলেন, ‘রায়হানের স্ত্রী ৫-৭ দিন আগে বাবার বাড়ি যায়। রবিবার সন্ধ্যায় রায়হান স্ত্রীকে আনতে গেলে তার স্ত্রীসহ শ্বশুরবাড়ির লোকজন গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করে।’

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহমেদ তারেক শামস্ চৌধুরী বলেন, ‘অগ্নিদগ্ধ রায়হানের শরীরের ৪৫ ভাগ পুড়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা বার্ন ইউনিটে রেফার করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।’

বাঘারপাড়ার থানার ওসি ফিরোজ উদ্দীন বলেন, ‘এ বিষয়ে শ্বশুরবাড়ির লোকজনের দাবি, তাদের মেয়ে জামাইয়ের সঙ্গে যেতে না চাইলে রায়হান নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। অভিযোগ পেলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img