নোয়াখালীর পৌরসভার মাইজদীতে মুখোশধারী দুর্বৃত্তের ছুরিকাঘাতে নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রী (১১) আহত হয়েছে। রবিবার (৩০ অক্টোবর) দুপুরে পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর এলাকার একটি কিন্ডারগার্টেন স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ছাত্রীর মা বলেন, ‘স্কুল ছুটি হওয়ার পর প্রাইভেট পড়তে শিক্ষকের বাসায় যাওয়ার পথে মোটরসাইকেলে মুখোশধারী বখাটে আমার মেয়ের হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে তাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাই।’
নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত মেডিক্যাল অফিসার ডা. নাহিদ হাসান বলেন, ‘মেয়েটির বাঁ হাতের কব্জিতে ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে। তার হাতে চারটি সেলাই দেওয়া হয়েছে। চিকিৎসা শেষে তাকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে।’
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি অনুসন্ধান করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ইউআর/