শীতের আগমনী ধ্বনি

শহরে না হলেও গ্রামে শীতের হালকা আমেজ দেখা দিয়েছে। ভোরে আর সন্ধ্যায় কুয়াশাও দেখা যাচ্ছে। শহরের রাতগুলোতে হালকা হিমেল হাওয়াও বইছে। শীতের আগমনী ধ্বনি যেন বাতাসে। এক সপ্তাহের ব্যবধানে কমেছে তাপমাত্রাও।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহের তাপমাত্রা কমেছে ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। চলতি সপ্তাহে তাপমাত্রা কমার প্রবণতা অব্যাহত থাকতে পারে। এছাড়া নভেম্বরের মাঝামাঝি পুরো শীতের আমেজ পাওয়া যাবে বলে জানা যায়।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, আগামী ৪/৫ নভেম্বর পর্যন্ত সারাদেশের তাপমাত্রা এমনই থাকতে পারে। এরপর দক্ষিণাঞ্চলের তাপমাত্রা কিছুটা কমতে পারে। এদিকে উত্তরাঞ্চলের তাপমাত্রা গত সপ্তাহের তুলনায় এমনিতেই ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমেছে। সেটি অব্যাহত থাকতে পারে।

তাপমাত্রার তুলনামূলক চিত্র করে দেখা যায় সে, গত সপ্তাহের ২৪ অক্টোবর দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৮ দশমিক ৫। একই জায়গায় শনিবার (২৯ অক্টোবর) তা ২ ডিগ্রি কমে তাপমাত্রা হয়েছে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একইভাবে ২৪ অক্টোবর ঢাকায় ছিল ২২ দশমিক ৫, শনিবার তা ১ ডিগ্রি কমে ২১ ডিগ্রিতে নেমেছে। রাজশাহীতে ছিল ২৫ দশমিক ২, শনিবার তা প্রায় ৩ ডিগ্রি কমে ২১ হয়েছে। রংপুরে ছিল ২৩ দশমিক ৭, শনিবার ৩ ডিগ্রি কমে তা হয়েছে ২০ দশমিক ৮; ময়মনসিংহ ছিল ২৪ দশমিক ৭, শনিবার ৩ ডিগ্রি কমে ২০ দশমিক ২; সিলেটে ছিল ২৩ দশমিক ৫, শনিবার ৩ ডিগ্রি কমে ১৯ দশমিক ৪; খুলনায় ছিল ২২, শনিবার তা ২ ডিগ্রি কমে ২০ দশমিক ৮; বরিশালে ছিল ২২ দশমিক ১, তা ২ ডিগ্রি কমে ২০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে শনিবার।

একমাত্র চট্টগ্রামে তাপমাত্রা বেড়েছে। ছিল ২৩ দশমিক ২, শনিবার তা কিছুটা বেড়ে ২৪ ডিগ্রি সেলসিয়াস হয়।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img