রুশ বাহিনীর হামলা প্রতিহতে ইউক্রেনকে আরও মাল্টিপল-লঞ্চ রকেট সিস্টেম ‘এমএলআরএস’ পাঠাতে যাচ্ছে যুক্তরাজ্য। এর মাধ্যমে ৮০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে ইউক্রেনীয় যোদ্ধারা। বৃহস্পতিবার (১১ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
এক বিবৃতিতে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস জানিয়েছেন, অস্ত্রের সরবরাহের মাধ্যমে রাশিয়ার ভারী কামানের আঘাত থেকে রক্ষা করতে পারবে ইউক্রেন।
তিনি আরও উল্লেখ করেন, সামরিক সহায়তার সবশেষ এই ধাপ ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে রুশ আগ্রাসন এবং দূরপাল্লার আর্টিলারির নির্বিচার ব্যবহার থেকে রক্ষা করতে সহায়তা করবে। দেশটির প্রতি আমাদের সমর্থন পরিষ্কার বার্তা দেয় যে ব্রিটেন এবং আন্তর্জাতিক সম্প্রদায় রুশ আগ্রাসনের বিরুদ্ধে। পুতিনের অবৈধ এই অভিযানের বিরুদ্ধে লড়াইয়ে কাঁধেকাঁধ মিলিয়ে সহায়তা করে যাবো আমরা।
রুশ অভিযানের শুরু থেকেই ইউক্রেনকে আর্থিক এবং সামরিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ ইউক্রেনের মিত্রদেশগুলো। যতিও এমন সহায়তা নিয়ে ব্যাপক ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে আসছে ক্রেমলিন।
ইউআর/