টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকালে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের পর তিনি মোনাজাত করেন এবং সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।

পদ্মা সেতু পার হয়ে সড়কপথে দ্বিতীয়বারের মতো সকাল সাড়ে ১০টায় টুঙ্গিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ডে শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা। এছাড়া দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। এ সময় বঙ্গবন্ধুর দৌহিত্র ও শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

২৫ জুন সেতু উদ্বোধনের পর দ্বিতীয়বারের মতো পদ্মা সেতু পার হয়ে সড়কপথে টুঙ্গিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। এর আগে চলতি বছরের ৪ জুলাই তিনি পদ্মা সেতু পার হয়ে প্রথমবারের মতো সড়কপথে সেখানে তার পৈতৃক বাড়িতে যান। বিকালে তিনি টুঙ্গিপাড়া থেকে ঢাকায় ফিরে আসেন।

প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে এক্সপ্রেসওয়েতে মানুষের ভিড় : শিবচর (মাদারীপুর) প্রতিনিধি জানান, সড়কপথে টুঙ্গীপাড়া যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে শিবচরের এক্সপ্রেসওয়েতে হাজারো মানুষের ভিড় দেখা গেছে। শুক্রবার সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত এক্সপ্রেসওয়ের পাঁচ্চর, সূর্যনগরসহ বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ সড়কের দুই পাশে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা জানাতে শিবচর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পদ্মা সেতুর অ্য্যাপ্রোচ সড়ক ও এক্সপ্রেসওয়ের দুই পাশে দাঁড়িয়ে থাকেন। এ সময় স্লোগানে স্লোগানে তারা গোটা মহাসড়ক মুখরিত করে তোলেন।

এদিকে প্রধানমন্ত্রীর সফর ঘিরে পুরো এক্সপ্রেসওয়ে নিরাপত্তার চাদরে ঢেকে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাধারণ যানবাহন চলাচলও সীমিত রাখা হয়। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মো. সাখাওয়াত হোসেন জানান, সড়কপথে প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়া যাওয়াকে ঘিরে ভোর থেকে মহাসড়কে কঠোর নিরাপত্তা ছিল। চেকপোস্টসহ টহল ও নিরাপত্তা জোরদার করা হয়।

শিবচর পৌর ছাত্রলীগের সভাপতি হাবিব বেপারী জানান, প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে আমরা মহাসড়কে অবস্থান নেই। এ সময় সাধারণ মানুষও মহাসড়কে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img