জাতিসংঘে জেইএম নেতার নিষেধাজ্ঞা আটকে দিলো চীন

পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মোহাম্মদের (জেইএম) উপপ্রধানের বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপিত নিষেধাজ্ঞা আটকে দিয়েছে চীন। বুধবার চরমপন্থী নেতা আব্দুর রউফ আজহারের বিরুদ্ধে নিষেধাজ্ঞার প্রস্তাব আনে যুক্তরাষ্ট্র ও ভারত।

জইশ-ই-মোহাম্মদ অনেক আগেই জাতিসংঘের সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত। জেইএমের হয়ে কাজ করার অভিযোগে আব্দুর রউফ আজহার ২০১০ সাল থেকেই মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন। এদিকে ভারতের অভিযোগ, ১৯৯৯ সালে ভারতীয় এয়ারলাইন্সের একটি বিমান ছিনতাই, ২০০১ সালে দেশটির সংসদে হামলায় জড়িত সে। ২০১৬ সালে পাঠানকোটের ভারতীয় বিমান বাহিনীর ঘাঁটিসহ এমন অনেক জায়গায় সন্ত্রাসী হামলার পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে জড়িত আজহার।

এরই প্রেক্ষিতে আব্দুর রউফ আজহারের আন্তর্জাতিক ভ্রমণে নিষেধাজ্ঞা ও যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করতে আর্জি জানায় ভারত ও যুক্তরাষ্ট্র। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব পেশও করা হয়। কিন্তু চীনের আপত্তিতে প্রস্তাব বাতিল হয়ে যায়। চীন জানিয়েছে, পুরো বিষয়টি অনুধাবনের জন্য আরও কিছু সময় চায় তারা।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img