পেট্রোলের বাড়তি দামের জন্য তাজমহলকে দায়ী করলেন আসাদউদ্দিন ওয়াইসি

হায়দ্রাবাদ থেকে নির্বাচিত ভারতের আইনপ্রণেতা আসাদউদ্দিন ওয়াইসি বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ব্যঙ্গ করে বলেছেন, শাহজাহান যদি তাজমহল না বানাতেন তাহলে আজ পেট্রোল লিটার প্রতি ৪০ রুপিতে বিক্রি হতো।

দেশের সব সমস্যার জন্য ক্ষমতাসীন দল মুঘল এবং মুসলমানদের দায়ী করছে অভিযোগ করে ওয়াইসি এক জনসভায় বলেন, ‘দেশের তরুণেরা বেকার, মুদ্রাস্ফীতি বাড়তে, ডিজেল প্রতি লিটার বিক্রি হচ্ছে ১০২ রুপি, যদিও এরসব কিছুর জন্য আওরঙ্গজেব দায়ী, (প্রধানমন্ত্রী নরেন্দ্র) মোদি নয়। সম্রাট আকবর বেকারত্বের জন্য দায়ী। পেট্রোল লিটার প্রতি ১০৪ রুপি, এর জন্য দায়ী তাজমহল তৈরিকারী’।

অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন এর প্রেসিডেন্ট ওয়াইসি বলেন, ‘তিনি যদি তাজমহল নির্মাণের নির্দেশ না দিতেন, তাহলে পেট্রোল আজকে ৪০ রুপিতে বিক্রি হতো। প্রধানমন্ত্রী আমি মেনে নিচ্ছি তিনি (শাহজাহান) তাজমহল ও লাল কেল্লা নির্মাণ করে ভুল করেছিলেন। তার উচিত ছিল এসব অর্থ সঞ্চয় করে রাখা এবং ২০১৪ সালে তা মোদিকে দেওয়া। সব ইস্যুতে তারা বলছে মুসলিমরা দায়ী, মুঘলরা দায়ী’।

বক্তব্যের একটি ভিডিও নিজের টুইটারে প্রকাশ করেছেন আসাদউদ্দিন ওয়াইসি। এতে তিনি বলেন, ভারত কি কেবল মুঘলরা শাসন করেছে? অশোক করেননি? চন্দ্রগুপ্ত মৌর্য করেননি? কিন্তু বিজেপি কেবল মুঘলদের দেখতে পায়। তারা এক চোখে মুঘল দেখে, অন্য চোখে পাকিস্তান’।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img