বিক্ষোভের মুখে পার্লামেন্ট ছাড়তে বাধ্য হলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

অর্থনৈতিক সংকট গভীর হতে থাকায় পার্লামেন্টে বিক্ষোভের মুখে পড়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। বিরোধী আইনপ্রণেতারা তার বিরুদ্ধে স্লোগান দেওয়ায় পার্লামেন্ট ছেড়ে যেতে বাধ্য হন তিনি। মঙ্গলবার প্রেসিডেন্টের পার্লামেন্ট ছেড়ে যাওয়ার ভিডিও অনলাইনে শেয়ার করেছেন আইনপ্রণেতা হর্ষ ডি সিলভা।

টুইটারে প্রকাশ করা ওই ভিডিওতে দেখা যায়, পার্লামেন্টের কিছু সদস্য প্লাকার্ড উচিয়ে ধরার পাশাপাশি ‘গোটা ফিরে যাও’ স্লোগান শুরু করে। এরপর গোটাবায়া তার সহকারীর সঙ্গে কথা বলেন, উঠে দাঁড়ান এবং পার্লামেন্ট ছেড়ে যান।

হর্ষ ডি সিলভা ভিডিওটির ক্যাপশনে লিখেছেন, ‘ওহ! এভাবেই শ্রীলঙ্কার পার্লামেন্টে প্রেসিডেন্ট গোটাবায়ার আগমন কয়েক মিনিট আগে শেষ হয়েছে, ‘গোটা বাড়ি যাও’। অপরিকল্পিত এবং ইতিহাসে আগে এমনটা ঘটেনি। তাকে উঠে দাঁড়াতে হয়েছে এবং চলে যেতে হয়েছে’।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img