কুমিল্লার ডাক পত্রিকার বুড়িচং প্রতিনিধি সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈমকে গুলি করে হত্যা ও সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ফেনীতে মানববন্ধন করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) জেলা কমিটি।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) শহরের ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে সভাপতিত্ব করেন বিএমএসএফ’র জেলা সভাপতি এসএম ইউসুফ আলী।
সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক এবিএম নিজাম উদ্দিন।
মানববন্ধনে বক্তব্য রাখেন- ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহাদাত হোসেন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি রবিউল হক রবি, বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জসিম মাহমুদ, ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি যতন মজুমদার, দিলদার হোসেন স্বপন, এন এন জীবন, আরিফুর রহমান, আতিয়ার সজল, মাঈনুল রাসেল, সফি উল্যাহ রিপন, জহিরুল হক মিলন, কাজী হাবিব সুমন, জাফর উল্লাহ, সাঈদ খাঁন, দিদারুল আলম, নুর উল্যাহ কায়সার, আবদুল্লাহ আল মামুন, মফিজুর রহমান, কবি ইকবাল চৌধুরী, সাহিদা সাম্য লীনা, নুর তানজিলা রহমান, ওমর ফারুক, সৈয়দ মনির, রফিকুল ইসলাম, মিজানুর রহমান, আলাউদ্দিন, দাগনভূঞা প্রেসক্লাবের সভাপতি আবু তাহের পণ্ডিত ও পরশুরাম প্রেসক্লাবের সভাপতি আবু ইউসুফ মিন্টু।
বক্তারা সাংবাদিক নাঈম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এই হত্যাকাণ্ডে জড়িত রাজুসহ সব অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজ রাস্তায় নামতে বাধ্য হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নসু মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি জিয়া উদ্দিন বাবলু, বিএমএসএফ কেন্দ্রীয় সদস্য তোফায়েল ইসলাম মিলন, হাবীব মিয়াজী, সাদ্দাম হোসেন গনি, জসিম উদ্দিন ফরায়েজী, কামরুল হাসান সুজন, ওমর ফারুক ভূঞা, কামরুল হাসান নিরব, আজিজ আল ফয়সাল, কামরুল হাসান, নুরুল হুদা রাসেল মিয়াজী, এম এ আকাশ প্রমুখ।
ইউআর/