সুপেয় ও নিত্য ব্যবহারের পানির দাবিতে মগ-বালতি হাতে রাস্তায় নেমে এলেন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের আবু সিনা ছাত্রাবাসের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকেলে ইফতারের আগ মুহূর্তে তারা সিলেট নগরের চৌহাট্টা-রিকাবিবাজার সড়ক অবরোধ করেন।
এতে রাস্তায় সৃষ্ট যানজটে বিপাকে পড়েন ঘরে ফেরা রোজাদারসহ নানা শ্রেণি পেশার লোকজন।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে অবরোধ তোলার চেষ্টা করে পুলিশ।
এরপর সিলেট সিটি কর্পোরেশন থেকে সুপেয় পানির গাড়ি পাঠানোর পর অবরোধ তুলে নেওয়া হয়।
শিক্ষার্থীরা বলেন, অনেক দিন ধরে আমাদের সবগুলো ছাত্রাবাস ও ছাত্রীনিবাসে সুপেয় পানির সমস্যা।
আমাদের পানি কিনে খেতে হয়। তাছাড়া লাইনের পানিও থাকে মাত্র ২/৩ ঘণ্টা। দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও কর্তৃপক্ষের টনক নড়েনি। এ কারণে আমরা যৌক্তিক আন্দোলনে নেমেছি। আমাদের দাবি একটাই। পানি নাই, পানি চাই।
সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম বলেন, আমাদের আটটি হোস্টেলে তিন ব্যাচের শিক্ষার্থীরা থাকেন। অথচ এখানে নিত্য ব্যবহারের পানিও ২/৩ ঘণ্টা থাকছে না। যদিও আন্দোলনের পর সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ সুপেয় পানির সাময়িক ব্যবস্থা করেছে। কিন্তু আমরা এর স্থায়ী সমাধান চাই। নয়তো সব শিক্ষার্থীরা আন্দোলনে নামবেন।
ইউআর/