সুইডেনের স্কুল হামলায় নিহত ২ শিক্ষক

সুইডেনের একটি মাধ্যমিক স্কুলে হামলায় দুই নারী শিক্ষক নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় মালমো শহরে সোমবার এই ঘটনা ঘটেছে। এই হামলায় সন্দেহভাজন হিসেবে স্কুলের ১৮ বছর বয়সী এক শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নিহতদের কুপিয়ে হত্যা করা হয়েছে, কোনও আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি হামলায়।

হামলায় আহত মালমো ল্যাটিন স্কুলের দুই শিক্ষককে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত তাদের বাঁচানো যায়নি।

স্থানীয় সময় মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, সতর্ক সংকেত বাজানোর দশ মিনিট পর সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত সন্দেহভাজন শিক্ষার্থীর কোনও অপরাধের তথ্য বা সন্দেহজনক আচরণের রেকর্ড নেই বলে জানিয়েছে পুলিশ। কিন্তু তদন্ত শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, তারা সন্দেহভাজন ও স্কুলের বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করবে।

হত্যাকাণ্ডের মোটিভ এখনও জানা যায়নি। দুই শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে কোনও অস্বাভাবিকতার ইঙ্গিতও পাওয়া যায়নি।

মালমো শহরের পুলিশ প্রধান পেট্রো স্টেনকুলা সাংবাদিকদের জানান, সন্দেহভাজনের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। পুলিশ অপর শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করছে।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img