ইউক্রেনীয় শরণার্থীদের তহবিলে নোবেল পদক দান রুশ সাংবাদিকের

গত বছর যৌথভাবে শান্তিতে নোবেলজয়ী রুশ সাংবাদিক দিমিত্রি মুরাতভ জানিয়েছেন, ইউক্রেনের শরণার্থীদের জন্য তহবিল সংগ্রহে তিনি নোবেল পদক নিলামে বিক্রি করবেন। মঙ্গলবার তিনি এই ঘোষণা দেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

নোভায়া গেজেতার এডিটর-ইন-চিফ মুরাতভ এর আগে মার্চ মাসের শুরুতে বলেছিলেন, সেন্সরশিপের কারণে নিজেদের ওয়েবসাইট থেকে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের উপাদানগুলো সরিয়ে ফেলা হবে। অভিযান নিয়ে সরকার নির্ধারিত অবস্থানের বিরোধিতা করলে শাস্তিমূলক পদক্ষেপের হুমকির পর এই উদ্যোগ নেওয়া হয়।

পত্রিকাটিতে মুরাতভের নামে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে, আমি ও নোভায়া গেজেতা সিদ্ধান্ত নিয়েছি ২০২১ সালের শান্তিতে নোবেল পুরস্কারের পদক ইউক্রেনের শরণার্থী তহবিলে দান করা হবে। এখনই শরণার্থীদের সংখ্যা ১ কোটি ছাড়িয়ে গেছে। আমি নিলাম প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানাচ্ছি এই পদককে নিলামে বিক্রির জন্য।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। দেশটি এটিকে প্রতিবেশীর ভূখণ্ডে বিশেষ সামরিক অভিযান হিসেবে উল্লেখ করে আসছে।

ক্রেমলিন সমালোচক বলে পরিচিত মুরাতভ ও নোভায়া গেজেত বলেছে, এই মুহূর্তে ইউক্রেনে পাঁচটি করণীয় রয়েছে: লড়াই থামানো, বন্দি বিনিময়, মৃতদের মরদেহ হস্তান্তর, মানবিক করিডোর স্থাপন ও সহায়তা প্রদান এবং শরণার্থীদের সহযোগিতা করা।

ফিলিপাইনের র‍্যাপলার নিউজ সাইটের সহ-প্রতিষ্ঠাতা মারিয়া রেসার সঙ্গে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার পান মুরাতভ।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img