ইউক্রেনে ফিল্ড কমান্ডার ছাড়াই অভিযান চালাচ্ছে রাশিয়া?

ইউক্রেনে যুদ্ধ পরিচালনার জন্য রাশিয়া কোনও সামরিক কমান্ডারকে দায়িত্ব দিয়েছে কিনা তা জানতে পারেনি যুক্তরাষ্ট্র। বিষয়টির সম্পর্কে অবগত একাধিক সূত্রের বরাতে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন বলছে, সম্ভবত এই কারণেই রুশ আক্রমণে কৌশলহীনতা ও সমন্বয়হীনতা দেখা যাচ্ছে।

শীর্ষ নেতৃত্ব ছাড়া ইউক্রেনের অভ্যন্তরে কিংবা সীমান্তে থাকা ইউনিট কমান্ডাররা ইউক্রেনের বিভিন্ন অংশে অভিযান চালাচ্ছে। দুই মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, এই কারণেই আক্রমণ সমন্বয়ের বদলে রুশ বাহিনী রসদ পেতে সংগ্রাম করছে।

এসব সূত্র বলেছে, রুশ হামলায় অংশ নেওয়া বিভিন্ন সামরিক ইউনিটগুলো দৃশ্যত স্বাধীনভাবে কাজ করছে। এমনকি তাদের কাছে কোনও আভিযানিক নকশাও নেই।

এছাড়া রুশ বাহিনীর মধ্যে যোগাযোগের সংকটও রয়েছে। সেনা ও কমান্ডাররা পরস্পরের সঙ্গে যোগাযোগ করতে বাণিজ্যিক ফোন এবং অন্য অনিরাপদ চ্যানেল ব্যবহার করছে। এতে তাদের যোগাযোগ ঠেকানো সহজ হচ্ছে এবং ইউক্রেন পাল্টা হামলার লক্ষ্য নির্ধারণে সহায়তা পাচ্ছে।

এক সময়ে ইউরোপে মার্কিন সেনাবাহিনীর কমান্ডারের দায়িত্ব পালন করেছেন লেফটেন্যান্ট জেনারেল মার্ক হার্টলিং। সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, ‘যুদ্ধের অন্যতম মূলনীতি হচ্ছে কমান্ডের ঐক্য। এর অর্থ কেউ একজন সামগ্রিক দায়িত্বে থাকবে-গোলা সমন্বয়, রসদের নির্দেশনা, বিভিন্ন ইউনিটের সফলতা (বা ব্যর্থতা) এবং তার ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার দায়িত্ব থাকবে।’

অতীতে এই ধরনের তথ্য প্রকাশের নজির রয়েছে রাশিয়ার। তবে এবার ইউক্রেনে অভিযানের ক্ষেত্রে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনও ঘোষণা দেয়নি। আবার এই বিষয়ে মন্তব্যের জন্য সিএনএন-এর অনুরোধে সাড়া দেয়নি মস্কো।

তবে এমন সম্ভাবনাও রয়েছে যে রাশিয়া অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এক শীর্ষ কমান্ডার নিয়োগ করেছে। তাকে হয়তো যুক্তরাষ্ট্র শনাক্ত করতে পারেনি। তবে এমন ঘটনা ঘটলেও যুদ্ধের আভিযানিক পরিস্থিতিতে ইঙ্গিত পাওয়া যাচ্ছে ‘তিনি অদক্ষ’, বলেন মার্ক হার্টলিং।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img