নয়াপল্টনে বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় ১৫ নেতাকর্মী রিমান্ডে

রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার বিএনপির ১৫ নেতাকর্মীকে দুই দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এই আদেশ দেন।

ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) মোতালেব হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ।

আদালত সূত্রে জানা যায়, নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা মামলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের ৫০ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পল্টন থানা পুলিশ। এর মধ্যে পুলিশ ১৫ জনকে সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালত তাদের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে নেওয়া ১৫ জন হলেন- আবু সুফিয়ান, আবু হান্নান তালুকদার, জিহাদুল হক, ঝলক মিয়া, আল ইমরান, শাহাদাত হোসেন, সজিব, হাবিবুর রহমান হাবিব, আতিকুর রহমান, হাসান আলী, মুতাছিম বিল্লাহ, গাজী সুলতান জুয়েল, রেজাউল ইসলাম প্রিন্স, শুক্কুর ও আবুল হোসেন হাওলাদার।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img